30318

কাতারের আমিরের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ কাতার সফরে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। একইদিনে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, মঙ্গলবার দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যুতে কাতার আমিরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ads

ওমান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ কাতারে পৌঁছান।

দোহায় পৌঁছেই সাংবাদিকদের তিনি বলেছেন, দোহা অবস্থানকালে দেশটির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

ads

এদিকে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরান। এটি হবে পঞ্চম দফা আলোচনা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, শিগগিরই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হবে। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা চলবে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত