27562

রাঁসের বিপক্ষে স্কোয়াডে থাকছেন মেসি, নেইমার ও এমবাপে

স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি যোগ দেওয়ার পর ফরাসি লিগ ওয়ানে দুটি ম্যাচ খেলেছে পিএসজি। একাদশে থাকা তো দূরের কথা, একটিতেও স্কোয়াডে ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা। নতুন ক্লাবের জার্সিতে তাকে খেলতে দেখতে মুখিয়ে থাকা ভক্ত-সমর্থকদের অপেক্ষার পালা অচিরেই শেষ হবে কিনা তা গোপন রাখলেন মরিসিও পচেত্তিনো। প্রথমে আভাস দিয়েও পরে পিএসজি কোচ জানালেন, রাঁসের বিপক্ষে লিগের আগামী ম্যাচের স্কোয়াড এখনও চূড়ান্ত করেননি তিনি।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজির প্রতিপক্ষ রাঁস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।

ads

রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে শনিবার সংবাদ সম্মেলনের শুরুতে পচেত্তিনো জানান, এখনও চূড়ান্ত না করলেও পিএসজির স্কোয়াডে মেসির পাশাপাশি অন্য দুই তারকা নেইমার আর কিলিয়ান এমবাপেও থাকছেন, ‘আমরা আজ ভালোভাবে অনুশীলন করেছি। এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে তারা নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকবেন। তবে তারা শুরুর একাদশে থাকবে কিনা সেটা আমরা বিবেচনা করে দেখব।’

পরবর্তীতে মেসির মাঠে নামা নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে তিনি যা বলেন, তাতে মিশে থাকল রহস্য, ‘সে কেমন করছে সেটা আমাদের আগে পর্যালোচনা করে দেখতে হবে। তারপর আমরা সিদ্ধান্ত নিব সে স্কোয়াডে থাকবে কিনা। আমার মনে হয়, প্রথম প্রশ্নটাও একই রকমের ছিল। যেহেতু আমি এখনও স্পষ্ট কোনো উত্তর দেইনি, তাই সংশয় থাকাটা খুবই স্বাভাবিক।’

ads

এদিন সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে সেসময় ছিলেন এমবাপে, নেইমার ও আনহেল দি মারিয়ার মতো তারকা। গত জুলাইতে ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর থেকে অবশ্য খেলার বাইরে আছেন তিনি। সেকারণে তাকে মাঠে নামাতে তাড়াহুড়ো করতে চায় না পিএসজি।

নতুন পরিবেশে নতুন লিগে মেসি খুব দ্রুত মানিয়ে নেবেন বলেও মনে করেন পচেত্তিনো, ‘সে খুবই অনুপ্রাণিত। তার পেশাদারিত্ব দুর্দান্ত। নতুন দলের সতীর্থদের সঙ্গে নতুন পরিবেশে সে খুব দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার মতো সক্ষমতা তার আছে।’

ad

পাঠকের মতামত