27382

চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রকৃতিকে রক্ষা করতে হবে

চট্টগ্রাম: চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ-প্রকৃতিকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামে চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (২৪ আগস্ট) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সিআরবি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ads

অনুপম সেন বলেন, সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নেই। সিআরবি আমাদের প্রাণ। প্রাণ ছাড়া চট্টগ্রাম বাঁচবে না। সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে-শহীদের কবরের উপরে চট্টগ্রামবাসী কোনো প্রাইভেট হাসপাতাল চায় না।

তিনি আরও বলেন, শতবর্ষী বৃক্ষরাজী, পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনোভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না।

ads

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ. এইচ. এম জিয়াউদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডা. মাহাফুজুর রহমান।

ad

পাঠকের মতামত