26617

দেবিদ্বারে অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণে টাকা ও ঢেউটিন প্রদান

দেবিদ্বার প্রতিনিধি: দেবিদ্বার উপজেলার এক অসহায় ও গরীব পরিবারকে আজ নতুন ঘর নির্মাণে ঢেউটিন ও টাকার চেক প্রদান করেন উপজেলা প্রশাসন।

জানা যায়, গত কিছুদিন ধরে জেলার দেবিদ্বার উপজেলায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন একটি পরিবার এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান দেবিদ্বার উপজেলা নিবার্হী কর্মকর্তা রাকিব হাসান। তিনি খোঁজ-খবর নিয়ে এর সত্যতা পান। পরে তিনি গরীব অসহায় আবুল হোসেনের পাশে দাঁড়ান।

ads

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আবুল হোসেনের স্ত্রী রোজিনা আক্তারের হাতে দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে ২বান (১৬টি) ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং উপজেলা পরিষদের আপৎকালীন তহবিল হতে আরো ১০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. গোলাম মাওলা, আনসার ভিডিপি কর্মকর্তা মইনুল হাসান, মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন ভূঁইয়া, বিআরডিবি কর্মকর্তা রমেন কুমার সাহা প্রমুখ।

ads

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা একটি মানুষও ঘরহীন থাকবে না, তাই আমরা সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে অসহায় আবুল হোসেনের পাশে দাঁড়িয়েছি। অসহায়দের পাশে সরকার সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

ad

পাঠকের মতামত