26523

লাকসামে যুবলীগের জরুরি অ্যাম্বুলেন্স সেবা

লাকসাম প্রতিনিধি: আওয়ামী যুবলীগ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার প্রদান এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম চালু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ঢাকা থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

লাকসাম পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবুল খায়েরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়।

ads

এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. দলিলুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও গোবিন্দপুর ইউপি চেয়ারম্যন মো. নিজাম উদ্দিন শামীম, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনির হোসেন, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সদস্য মো. মোশাররফ হোসেন মজুমদার, লাকসাম পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

যেকোনো করোনা আক্রান্ত রোগীর জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা পেতে হটলাইন নম্বর ০১৮১৯-৯৭৯৯৫২-এ (২৪/৭) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। বিষয়টি লাকসাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. দলিলুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ads
ad

পাঠকের মতামত