18001

২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস

নিউজ ডেস্ক: অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করা হবে। আজ সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। আর ২৪ মে থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।

ads

তার আগে অগ্রাধিকার ভিত্তিতে আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করানো হবে বলে জানান মন্ত্রী।

এর আগে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ধাপে ধাপে তা বেড়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবার তা বেড়ে ২৩ মে পর্যন্ত হলো।

ads

এদিকে, বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতোমধ্যে তালা ভেঙে হলে প্রবেশ করেছেন তারা।

মূলত এর পরই বিষয়টি নিয়ে নড়ে বসে প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশ দিয়ে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে যেন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

ad

পাঠকের মতামত