15891

আবারও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে আব্বাস-ফরিদ

ডেস্ক নিউজ: চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আলী আব্বাস ও সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক ওমর কায়সার।

ads

এর আগে এদিন সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন প্রার্থী।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী সর্বোচ্চ ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৯ ভোট।

ads

সিনিয়র সহ-সভাপতি পদে সালাহউদ্দিন রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স ম ইব্রাহিম।

এছাড়া, যুগ্ম সম্পাদক পদে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ মাহমুদ, ১১৫ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন হায়দার, ১৩৯ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবাশীষ বড়ুয়া।

গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু।

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও বিকেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত