14756

সৌদি আরবে ৬০ হাজার ফ্রি ওয়াইফাই পয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব সরকার সে দেশে কমপক্ষে ৬০ হাজার ওয়াইফাই হটস্পট স্থাপন করবে বলে জানিয়েছে। দেশটির যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি কমিশন (সিআইটিসি) এসব হটস্পট স্থাপন করবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, হাসপাতাল, শপিং মল, পাবলিক পার্ক ও পবিত্র দুই মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববী) মানুষ ফ্রি ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবে। এ ছাড়া সৌদি আরবের বিশেষ কিছু শহরে প্রত্যেক ইন্টারনেট পরিষেবা গ্রহণকারী প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ফ্রি ওয়াইফাই সেবা নিতে পারবে।

ads

সিআইটিসি এরই মধ্যে টেলিকম সেবা প্রদানকারীদের সঙ্গে কাজ শুরু করেছে এবং এর প্রাথমিক পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, সৌদি আরব ভিশন ২০৩০ সামনে রেখে কাজ করছে এবং তারই অংশ হিসেবে তথ্য ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বিনিয়োগ করছে। সূত্র : আরব নিউজ

ads
ad

পাঠকের মতামত