13464

আরব আমিরাতে কর্মহীনদের পাশে বাংলাদেশি ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক: করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি এখন কর্মহীন। তদের নতুন করে কর্মসংস্থান সুযোগে দেশটিতে থাকা প্রবাসী বিনিয়োগকারীদের উৎসাহ যোগাচ্ছে বাংলাদেশ মিশন। সে উদ্দেশে বিভিন্ন প্রবাসী বিনিয়োগকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা।

করোনার কারণে দুবাইয়ে অনেক প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন। বাংলাদেশে ফিরে যাবেন, সে ক্ষমতাও নেই অনেকেরই। এমন অবস্থায় কর্মহীন প্রবাসীরা যাতে কাজের সুযোগ পায় সে লক্ষে কাজ করে যাচ্ছে আরব আমিরাতের বাংলাদেশ মিশন।

ads

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুবাইয়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তারা জানান, বাংলাদেশ মিশনের পরামর্শে বাংলাদেশি ব্যবসায়ীরা ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে অসংখ্য বেকার প্রবাসীদের কাজের সুযোগ করে দিয়েছেন।

এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলেন, এখানে অনেক বাংলাদেশি আছেন যারা করোনার কারণে চাকরি হারিয়েছেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

ads

তাদের মতে, দেশে ফিরে যাওয়া সংকটের কোনো সমাধান নয়। একমাত্র নতুন করে কর্মসংস্থান হলেই সেটি হবে সমস্যার স্থায়ী সমাধান।

ad

পাঠকের মতামত