13461

আরব আমিরাতের তৃতীয় উপগ্রহ উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে ক্ষুদ্রাকৃতির উপগ্রহ ‘মেজনস্যাট’ উৎক্ষেপণ করেছে সংযুক্ত আরব আমিরাত। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) উপসাগরীয় সময় ৩টা ২০ মিনিটে তা উৎক্ষেপণ করা হয়। উপগ্রহটি তৈরিতে কাজ করেন আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন ইউনিটের কিউব স্যাট বিশিষ্ট উপগ্রহটি রাশিয়ার সুয়ুজ কসমোড্রোম উৎক্ষেপণকেন্দ্র থেকে তা উৎক্ষেপণ করা হয়। সব কিছু ঠিক থাকলে আট ঘণ্টা পর প্রথম সিগন্যাল পাঠাবে উপগ্রহটি।

আরব আমিরাতের খালিফা ইউনিভার্সিটি ও আমেরিকান ইউনিভার্সিটি অব রাস আল খাইমাহর শিক্ষার্থীদের তৈরি করা উপগ্রহটি আমিরাতের গ্রিনহাউস গ্যাস পর্যালোচনায় সহায়তা করবে। উপগ্রহটি কক্ষপথে এলে খালিফা বিশ্ববিদ্যালয়ের ইয়াহসাত মহাকাশ ল্যাব থেকে শিক্ষার্থীদের একটি দল তার সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যবেক্ষণ করবেন। এর আগে ২০১৭ সালে এক ইউনিটের কিউবস্যাট নায়েফ-১ ও ২০১৮ সালে মাইস্যাট চালু করা হয়। এবারেরটি আমিরাতের তৃতীয় উপগ্রহ। এর সাহায্যে আরব আমিরাতের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বিশেষত কার্বন ডাই-অক্সাইড ও মিথেন শনাক্ত করা যাবে। সূত্র : দ্য ন্যাশনাল

ads
ad

পাঠকের মতামত