12063

১০ বিজিবি’র অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ১

নিউজ ডেস্কঃ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম ফজলে রাব্বি, পিএসসি’র নেতৃত্বে সাতঘরিয়া বিওপি’র দায়িত্বপূর্ন এলাকায় বুধবার (২৬ আগস্ট) সাড়ে ৩টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১২০/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দক্ষিণ কাইছুটি” নামক স্থান হতে ০১ টি দেশীয় তৈরী ০৯ মিঃ মিঃ রিভলবার (১০,০০০/-), ০৪ রাউন্ড গুলি (৮০০/-) এবং ২০ বোতল ফেন্সিডিলসহ (৮,০০০/-) ০১ জন আসামী মোঃ মানিক (৩৪), পিতা-মোঃ সামসুল হক, গ্রাম-পাঁচগাছিয়া, পোষ্ট-পাঁচগাছিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনীকে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৫ বোতল মদ (৩৭,৫০০/-), ২৪৫০ টি বিভিন্ন প্রকার বাজী (১,৬১,২৫০/-) এবং ২০০০ টি জনসন ক্রীম (২,২০,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪,৩৭,৫৫০/- (চার লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।

ads

আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

 

ads
ad

পাঠকের মতামত