12074

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসক

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ আজ বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টায় ভগবান স্কুল মাঠ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ ও খাদ্য তুলে দেন জেলা প্রশাসক৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী, ব্রাহ্মণপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ, ব্রাহ্মণপাড়া সদরের চেয়ারম্যান হাজী জসীম উদ্দীন প্রমুখ

ads

উল্লেখ্য গত রোববার (২৩ আগস্ট) গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়৷ সোমবার (২৪ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী সভাপতিমন্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ আব্দুল মতিন খসরু, উপজেলা নির্বাহি কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা, বুড়িচং উপজেলা নির্বাহি কর্মকর্তা ইমরুল হাসান, ব্রাহ্মণপাড়া সদরের চেয়ারম্যান হাজী জসীম উদ্দীন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ৷ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ হাজার টাকা  করে প্রদান করেন আব্দুল মতিন খসরু এমপি৷

ad

পাঠকের মতামত