12055

লালমাই উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লালমাই প্রতিনিধি: লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জয়াশীষ রায়, উপজেলা কৃষি অফিসার জোনায়েত কবির খান, পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল অফিসের ডিজিএম সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বন কর্মকর্তা, সহকারী মৎস্য অফিসার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, ভুলইন দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, বর্তমান চেয়ারম্যান একরামুল হক, বাগমারা দক্ষিণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার ও বেলঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কাশেমসহ সকল সরকারি কর্মর্কতা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সংবাদকর্মীবৃন্দ।

সভায় লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, ঈদুল আযহার নামাজ সরকারের নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি অনুযায়ী মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় লালমাই থানার উদ্যোগে থানা মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তবে ১৫ আগস্ট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি-২। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করায় তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ads

সভার সভাপতির বক্তব্যে ইউএনও মো: নজরুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকায় লালমাই থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান। জুয়া খেলা আগের চেয়ে কমেছে। আরও কমিয়ে আনতে পরামর্শ দেন। কভিড-১৯ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বাগমারার ডিজিএম কে আরো সতর্ক হতে অনুরোধ করেন। মুজিববর্ষে ২০ হাজার গাছের চারা রোপনের বিষয়ে বনকর্মকর্তাকে ফলোআপ করতে বলেন। সড়কের সকল অনিয়ম বন্ধে কঠোরতার ঘোষনা দিয়ে লালমাইকে মডেল উপজেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

ad

পাঠকের মতামত