10431

কু‌মিল্লা নগরীতে ভোক্তা অ‌ধিদপ্তরের অ‌ভিযান, অ‌ভিযোগকারী পেলেন নগদ প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক (অ‌তি‌রিক্ত স‌চিব) বাবলু কুমার সাহার সা‌র্বিক নি‌র্দেশনায় কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে কুমিল্লা নগরীর গোয়ালপ‌ট্টি চকবাজার ও বাদুরতলা এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৩টি প্র‌তিষ্ঠান‌কে (অননু‌মো‌দিত বি‌দেশী কস‌মে‌টিকস বি‌ক্রি করায় দু‌টি প্র‌তিষ্ঠান‌কে ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় এক‌টি ফা‌র্মেসী‌কে) অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৭,৫০০ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও আবুল ফজল নামের একজন ব্যাংক কর্মকর্তার লি‌খিত অ‌ভি‌যোগ নিষ্প‌ত্তি ক‌রে ম‌নোহরপুর এলাকার এক‌টি‌ ফা‌র্মেসী‌কে ৫,০০০ টাকা জ‌রিমানা ক‌রে অ‌ভি‌যোগকারী‌কে নগদ প্র‌ণোদনা হি‌সে‌বে ১,২৫০ টাকা প্রদান করা হয়। তি‌নি বে‌শি দামে সা‌র্জিক্যাল গ্লাভস বি‌ক্রির বিষ‌য়ে অ‌ভি‌যোগ ক‌রে‌ছি‌লেন।

ads

অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

ads
ad

পাঠকের মতামত