9639

রোটারীয়ান আহমেদ ইমনের সহযোগিতায় মাদকাসক্ত দীপক এখন সম্পূর্ণ সুস্থ

মাইনুল হক: কুমিল্লা কালিয়াজুরীর দীপক চন্দ্র মাদকাসক্ত ছিলো দীর্ঘদিন ধরে৷ নেশার টাকার জন্য তার বাবা-মায়ের সাথে প্রায় সময়ই ঝগড়াঝাটি হতো৷ ঘটে যেতে পারতো যে কোন সময় প্রাণহানির ঘটনা৷

দীপকের বাবা-মা এবং এলাকার অনেকেই চেয়েছিল তাকে পুলিশের হাতে তুলে দিতে৷ এক পর্যায়ে দীপকের বাবা তার জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পেরে সহযোগিতা চায় এলাকার রোটারিয়ান আহমেদ ইমনের কাছে৷ আহমেদ ইমন তাৎক্ষনিক পুলিশের সহায়তায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠায় এবং সার্বিক সহযোগিতা করে৷ প্রায় ৪ মাস চিকিৎসার পর এখন সে সুস্থ৷

ads

রোটারী ক্লাব অব কুমিল্লা মিডসিটির বর্তমান ক্লাব প্রেসিডেন্ট ও ফ্রেন্ডস এসোসিয়েশন অব কুমিল্লার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ ইমন বলেন, দীপক এর সুস্থতা দেখে আমার খুব ভালো লাগলো৷ যার পরিবারে মাদক সেবী সন্তান রয়েছে কেবল তারাই জানে কতবড় বিপদে রয়েছে। কোন পরিবারের একটি সন্তান মাদকাসক্ত হলে পুরো পরিবারই ধ্বংস হয়ে যায়। আমরা মাদকের অভিশাপ থেকে প্রতিটি পরিবারকে মুক্ত দেখতে চাই। আগেকার দিনে সন্ধ্যার পরে যুবক তরুণেরা গ্রামে বা অন্য কোথাও আড্ডা দিলে মুরব্বিরা শাসন করতেন। এখনকার ছেলেরা মুরব্বিদের বিধি বিধান মানতে চায় না। তারা ইন্টারনেট আর ফেইসবুকের নেশায় ব্যস্ত হয়ে অনেক অপরাধ করছে। আমাদের সকলের উচিৎ নতুন প্রজন্মের প্রতি বিশেষ দৃষ্টি রাখা, যাতে তারা অপরাধ ও বিপদ মুক্ত থাকতে পারে। বিশেষ করে মাদক নির্মূলে অগ্রনী ভূমিকা পালনের জন্য সবাইকে তিনি আহবান জানান।

ads
ad

পাঠকের মতামত