7884

মানবিক এক ডাক্তারের গল্প

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার গর্ব ডাক্তার ফেরদৌস খন্দকার পড়ালেখার সুবাদে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অনেক আগেই৷ পড়াশোনা শেষ করে সেখানেই ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন।

এই করোনার প্রকোপে যেখানে যুক্তরাষ্ট্রের চিকিৎসক এবং নার্সরা চিকিৎসা দিতে খুব হিমসিম খাচ্ছেন৷ সেখানে বাংলাদেশের এই কৃতী সন্তান রোগীদের নিজ বাড়িতে গিয়ে সেবা প্রদান করছেন।

ads

এছাড়া তিনি চেষ্টা করছেন সেই আমেরিকা থেকে দেশের মানুষগুলোর জন্য কিছু করার এবং পাশে থাকার জন্য৷ ফেইসবুক লাইভে এবং ইউটিউবের মাধ্যমে করোনা ভাইরাসের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ, পরিস্থিতি ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। হয়তো তিনি উপস্থিত থেকে সেবা দিতে পারছেন না দেশের মানুষদের জন্য৷ তারপরও দূর থেকে চেষ্টা করে যাচ্ছেন। দেশ প্রেম মুখে নয়, দেশ প্রেম মনে ধারন করতে হয়।

ডাক্তার ফেরদৌস খন্দকারের জন্মস্থান কুমিল্লার জেলার দেবিদ্বারের বাকসার গ্রামে।

ads
ad

পাঠকের মতামত