7049

চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল কুমিল্লা জেলা পুলিশ

মাইনুল হক: জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর বলিষ্ঠ ও যুগোপযোগী নেতৃত্বের ফলে বারবার রেঞ্জের সেরা পুরস্কার গ্রহণ করেছেন কুমিল্লা জেলা পুলিশ।

ads

চট্টগ্রাম রেঞ্জের ২৪টি ক্যাটাগরির মধ্যে ১০টি ক্যাটাগরিতেই পুরুষ্কার অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।

ads

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চট্টগ্রাম রেঞ্জ অ‌ফি‌সে ডিআই‌জি খন্দকার গোলাম ফারুক, বি‌পিএম (বার) পি‌পিএম পুরষ্কার প্রাপ্ত‌দের মা‌ঝে ত্রেুষ্ট তু‌লে দেন।

এসময় চট্টগ্রাম রে‌ঞ্জ কার্যাল‌য়ে চট্টগ্রাম রে‌ঞ্জের সকল পু‌লিশ সুপারগণ সহ রে‌ঞ্জে কর্মরত পু‌লিশ অফিসাররা উপস্থিত ছি‌লেন৷

রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তানভীর সালেহ ইমন, পিপিএম।

এছাড়া, রেঞ্জের শ্রেষ্ঠ দ্বিতীয় মাদক উদ্ধারকারী কর্মকর্তার পুরস্কার পান জেলা ডিবি পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম, শ্রেষ্ঠ এএসআই মোঃ ইসমাইল হোসেন, চান্দিনা থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার (দ্বিতীয়) এসআই সুমন দাস (চৌদ্দগ্রাম থানা), শ্রেষ্ঠ এসআই জাহাঙ্গীর আলম (লাকসাম থানা), শ্রেষ্ঠ বিট পুলিশিং অফিসার এসআই জাহাঙ্গীর আলম (লাকসাম থানা),

শ্রেষ্ঠ ডিবি ইউনিট আনোয়ারুল আজিম (অফিসার ইনচার্জ) জেলা গোয়েন্দা শাখা, বিশেষ পুরুষ্কার এসআই শাহীন কাদির (কোতয়ালী মডেল থানা), শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশীং অফিসার এসআই ডালিম কুমার মজুমদার (চান্দিনা থানা), শ্রেষ্ঠ থানা আবুল ফয়সাল, অফিসার ইনচার্জ (চান্দিনা থানা)৷

উল্লেখ যে, গত জানুয়ারী মাসে ও চট্রগ্রাম রেঞ্জে কুমিল্লা জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব বজায় ছিল৷

ad

পাঠকের মতামত