কুমিল্লা গাংচরের ঘোষ টিম্বারের মালিক নান্টু ঘোষ আর নেই
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা গাংচরের বিশিষ্ট ব্যবসায়ী ঘোষ টিম্বারের মালিক নান্টু ঘোষ সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় গাংচরের নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷
আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঠাকুর পাঁড়া কেন্দ্রীয় শ্মশানে দাহ করা হবে৷
ads
মৃত্যুকালে নান্টু ঘোষ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ads