কুমিল্লায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ র্যাবর হাতে আটক ৩
মাইনুল হক: বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ আলাউদ্দিন (৩৫), পিতা- মোঃ সাহাব উদ্দিন, সাং- কাদরা, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, ২। মোঃ শাহজাহান (৪০) ও ৩। মোঃ আবু সুফিয়ান (২৮) উভয় পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- গোবিন্দপুর, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করে। এসময়ে তাদের নিকট থেকে সর্বমোট ৪,৩৬০ (চার হাজার তিনশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।