কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয়: মন্ত্রী তাজুল ইসলাম
মাইনুল হক: কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ৩টায় কুমিল্লা এলজিইডি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়৷
সভায় সিটি কর্পোরেশনের সকল কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এলজিআরডির মন্ত্রী মো: তাজুল ইসলাম৷
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ কম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু৷
এসময় এলজিআরডি মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তা, কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিক নেতা কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃৃৃৃন্দরা উপস্থিত ছিলেন৷
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি তার বক্তব্যে বলেন, জাতির পিতা আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। আর এ দেশের উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, কুমিল্লাকে সুন্দর ও উন্নত নগরীতে পরিণত করা হবে। এজন্য প্রয়োজন বর্তমান মেয়র ও কাউন্সিলরসহ জনপ্রতিনিধিদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা। পাশাপাশি নগরীর পরিকল্পিত উন্নয়নে মাস্টার প্ল্যান দ্রুত তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে বলেন। নগরীতে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এভাবে চলতে থাকলে একসময় নগরীর সঠিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে।আমাদের কাজ হতে হবে প্রয়োজন নির্ভর। কোনো এলাকায় কোনো ধরনের কাজটি করতে হবে সেটা আগেই নির্ধারণ করতে হবে। তবে অবশ্যই মান সম্পন্ন কাজ হতে হবে। কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয় বলে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার রক্ষার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
আলোচনা সভা শেষে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এলজিইডি অফিস প্রাঙ্গনে একটি কামীনি ফুলের চারা রোপন করেন।