বরুড়ায় টমেটো ক্ষেত থেকে যুবতীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বরুড়া উপজেলায় টমেটো ক্ষেত থেকে আমেনা আক্তার (২৫) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবীপুর গ্রামের টমেটো ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমেনা আক্তার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবীপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।
ads
বরুড়া থানা পুলিশ জানান, সন্ধ্যা ৬ টার দিকে নবীপুর গ্রামে টমেটোর ক্ষেতে একটি ২৫ বছরের যুবতী মেয়ের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় এনেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷
ads