কুমিল্লায় তিন দিনব্যাপী নাট্য উৎসব (যাত্রা) শুভ উদ্বোধন
মাইনুল হক: “আর্তের হুংঙ্কার শয়তানের নাভিশ্বাস” এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী মুক্তমঞ্চ নাট্য উৎসব (যাত্রা) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷
অলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনামিকা দে৷
কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমীর অধ্যক্ষ মিলন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা বিএমএ’র সভাপতি ডা: আব্দুল বাকী আনিছ, অনুষ্ঠানের মুখ্য আলোচক বাংলা একাডেমীর পরিচালক ড. তপন বাগচী, সম্প্রতি বেগম রোকেয়া পদক প্রাপ্ত ও বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বোস ও অনুষ্ঠানের আহবায়ক ডা: মৃণাল কান্তি ঢালী৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ উদ্দিন সিদ্দিকী৷
আলোচনা সভা শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷