4580

কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

মাইনুল হক: “সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” এ প্রত্যয়কে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুর ১টায় কুমিল্লা জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

ads

দিবসটি উপলক্ষ্যে দুপুর ১২:৩০ মিনিটে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি রেলী বের হয়ে কুমিল্লা টাউন হল মাঠে এসে শেষ হয়৷ পরে কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

ads

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷

কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী পাপড়ী বোস, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুস সেলিম, পেইজ ডেভলপমেন্ট কুমিল্লার নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ ছাইফ উদ্দিন৷

আলোচনা সভা শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

ad

পাঠকের মতামত