দেবিদ্বারে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: “ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর এলাকায় বঙ্গবন্ধু কাপ ক্রিকেট চ্যাম্পিয়ানশিপ টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মাহাবুব হোসেন সবুজ এর উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাৎ হোসেন মিঠুর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জি.এস মান্নান মোল্লা, মোহনপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান , উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ লিটন সরকার ও সাংবাদিক ফখরুল ইসলাম সাগর সহ অন্যান্যরা৷