কমিউনিটি ব্যাংক পুলিশ ও জনগনের সেবা দিবে: পুলিশ সুপার কুমিল্লা
৷মাইনুল হক: কমিউনিটি ব্যাংক গণ মানুষের ব্যাংক। এ ব্যাংকটি বাংলাদেশ পুলিশের হলেও কমিউনিটি ব্যাংক পুলিশ ও জনগনের সেবার নিমিত্তেই যাত্রা শুরু করলো। রবিবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ লাইনসে কমিউনিটি ব্যাংক লিমিটৈড এর এটিএম বুথ উদ্বোধনকালে কুমিল্লা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এ কথা বলেন।
এ সময় পুলিশ সুপার আরো বলেন, দেশের জন্য কাজ করা কমিউনিটি ব্যাংকটি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তির প্রচেষ্টায় যাত্রা শুরু হলো। পুলিশ দেশের আইনশৃংখলার পাশাপাশি ব্যাংক সেবায় যুক্ত হয়ে দেশে পুলিশি সেবার পরিধি আরো বৃদ্ধি করলো।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ফিতা কেটে এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে এটিএম বুথ উদ্বোধন করেন। এটিএম বুথ উদ্বোধন শেষে কয়েকজন পুলিশ সদস্যদের হাতে এটিএম কার্ড তুলে দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো:আব্দুল্লাহ আল মামুন, মো: শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আজিম উল আহসান, কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনিচার্জ মো: আনোয়ারুল হকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এটিএম বুথের মাধ্যমে কমিউনিটি ব্যাংক লিমিটেড কাজ শুরু করেছে। অচিরেই কুমিল্লায় কমিউনিটি ব্যাংকের কার্যক্রম শুরু হবে।