এমপি বাহার কুমিল্লা সিটির সর্বোচ্চ করদাতা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় এ বছর সর্বোচ্চ করদাতা হয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার । ২০১৮-২০১৯ অর্থবছরের আয়কর বিবরণীর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বৃহস্পতিবার ওই তালিকা প্রকাশ করেন।
শিগগিরই বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠান করে তাঁকে সম্মাননা দেওয়া হবে। তিনি দীর্ঘদিন থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে ঠিকাদারি ব্যবসা করে আসছেন এবং সকল নিয়মনীতি অনুযায়ী কর প্রদান করছেন। এমপি বাহার মালিকানাধীন মেসার্স কনস্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্স নির্মান কাজে সর্বোচ্চ মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান। প্রতিটি ক্ষেত্রে গুনগত মান ঠিক রেখে নির্মান কাজের জন্য সুনাম রয়েছে সকল মহলে।
ads