2891

কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য এবং মালামালসহ আটক ৫

নিউজ ডেস্ক: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার-২০৮২/৯-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “গোলাবাড়ী ভূইয়াবাড়ী” নামক স্থান হতে ভারতীয় ১৪৫ টি ইয়াবা ট্যাবলেট (৪৩,৫০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ মীর হোসেন (৩৫), পিতা-মৃত সিদ্দিক মিয়া, গ্রাম-গাজীপুর, পোষ্ট-বিবির বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর একটি অভিযানে যশপুর বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার-২০৯০/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শুভপুর ঈদগাহ মাঠ” নামক স্থান হতে ভারতীয় ০৪ বোতল ফেন্সিডিল (১,৬০০/-) এবং ০২ টি মোটর সাইকেলসহ (৪,৬০,০০০/-) ০৩ জন মাদক সেবনকারী (১) মোঃ আবু সায়েম (৩২), পিতা-মৃত বজলুর রহমান, গ্রাম-দৌলতপুর, পোষ্ট-রামমালা, থানা-কোতয়ালী (২) মোঃ কামরুল হাসান (৪০), পিতা-মৃত আব্দুর রশিদ, গ্রাম-গোবিন্দপুর, পোষ্ট-রামমালা, থানা-কোতয়ালী এবং (৩) মোঃ মহসিন মিয়াজী (২৬), পিতা-মৃত লিয়াকত আলী, গ্রাম-সূবর্ণপুর, পোষ্ট-সোয়াগঞ্জ বাজার, থানা-সদর দক্ষিণ, প্রত্যেকের জেলা-কুমিল্লাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

ads

অন্য একটি অভিযানে লক্ষীপুর পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার-২০৮৭/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দলকুইয়া” নামক স্থান হতে ভারতীয় ০৬ বোতল ফেন্সিডিলসহ (২,৪০০/-) ০১ জন মাদক সেবনকারী মোঃ দুলাল মিয়া (২৮), পিতা-মৃত ফুল মিয়া, গ্রাম-তেলিকোনা, পোষ্ট-চক বাজার, থানা-আদর্শ সদর, জেলা-কুমিল্লাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৫ টি ইয়াবা ট্যাবলেট (৪০,৫০০/-), ০৫ বোতল ফেন্সিডিল (২,০০০/-), ২৬ বোতল মদ (৩৯,০০০/-), ০২ টি বিয়ার ক্যান (৫০০/-), ১৯২ বোতল আমলকুল দুধ (৯,৬০০/-), ১৪৪ প্যাকেট বিস্কুট (২,৮৮০/-) এবং ১০১ টি কসমেটিক্স সামগ্রী (৬৩,৭৯০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬,৬৫,৭৭০/- (ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার হাজার সাতশত সত্তর) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত