2744

সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব-আল-হাসানের উপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন। প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা “Justice for Shakib,’ সাকিব এক অনুপ্রেরণার নাম, ষড়যন্ত্র নিপাত যাক সাকিব-আল-হাসান মুক্তি পাক, ষড়যন্ত্র হঠাও ক্রিকেট বাচাঁও” সহ বিভিন্ন প্রতিবাদী ভাষা ব্যবহার করে প্রতিবাদ জানায়।

ads

অংশ নেয়া শিক্ষার্থীরা আইসিসির প্রতি আহবান জানান যেন সাকিবের উপর আরোপ করা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। পাশাপাশি তারা বিসিবির প্রতি এই নিষেধাজ্ঞাকে ঘিরে কোনো প্রকার খারাপ রাজনীতি না করে বরং বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা এবং সংহত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

ads
ad

পাঠকের মতামত