কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সহিদের ছোট ভাই সাহিদের দাফন সম্পন্ন
মাইনুল হক: কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এর ছোট ভাই মাহাবুবুর রহমান সাহিদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা দ্বিতীয় মুরাদপুর ভূঁইয়া পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মুরাদপুর কবরস্তানে দাফন করা হয়।
উক্ত জানাযার নামাজে মরহুমের বিদায়ী আত্নার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
উক্ত জানাযার নামাজে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ সহ কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। জানাযার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির ঢল লক্ষ করা গেছে।
উল্লেখ্য, গত ( ১৩ অক্টোবর) রোববার রাতে মাহাবুবুর রহমান সাহিদের হঠাৎ করে তলপেটে সমস্যা দেখা দেয়। পরে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় কুমিল্লা সরকারী মেডিকেল কলেজে হসপিটালে। সেখানে ভর্তির পর ডাক্তারের পরামর্শে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয়। মুন হসপিটালে পরিক্ষা করার পর কিডনিতে সমস্যা ধরা পড়ে। মুন হসপিটালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে সোমবার (১৪ অক্টোবর) ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছিল মো: সাহিদের কিডনির সংক্রমন সারা শরীরে ছড়িয়ে পড়েছে। সেখানে আইসিইউতে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে কয়েকদিন আগে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৩১ অক্টোবর) বৃহস্পতিবার ভোর ৬:৩০ মিনটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।