2714

আ.লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ জয়নাল হাজারী দেড় দশক পর দলীয় পদে ফিরলেন। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জয়নাল হাজারীকে এই চিঠি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম সম্মেলনে কাউন্সিল কর্তৃক দলীয় সভাপতি শেখ হাসিনাকে প্রদত্ত ক্ষমতাবলে তিনি আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছেন। আশা করি আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করবে।

ads

জয়নাল হাজারী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ফেনী-২ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

ads
ad

পাঠকের মতামত