কুমিল্লায় ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময় সভা
মাইনুল হক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে কুমিল্লায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘাটিকায় উক্ত সভাটি কুমিল্লা ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও সাংবাদিক দেলোয়ার হাসেন জাকিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক কাজী মুকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য এড. কাজী মানছুরুল হক খসরু ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ কারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিশিষ্ট লেখক ও গবেষক এড. গোলাম ফারুক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল, কুমিল্লার বরুড়া উপজেলার আগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজারুল ইসলাম মিঠু, কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ ফরিদ, এড. সুবীর নন্দী, সাংবাদিক তাপস, আনিছুর রহমান মিঠু, আবৃত্তিকার সোহেল, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেনেশনের সাধরণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংবাদিক ফারুক অহাম্মেদ প্রমুখ।