কুমিল্লা ১৬ নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্য ৭ ঘাটিকায় ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সম্মেলনটি সংরাইশ সালেহা বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহা’র সভাপতিত্বে ওই কর্মীসভায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.জহিরুল ইসলাম সেলিম, আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, মহানগর যুবলীগের আহবায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন খোকনকে সভাপতি ও হাজী আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় নেতা-কর্মীরা করতালির মাধ্যেমে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।