শোক দিবসে কুবি পরিবারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ, বিএনসিসি, থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জাতীয় শোক দিবস পালন করে।
এছাড়া এক মিনিট নীরবতা পালন করে জাতির জনক ও তাঁর পরিবারের শহীদ সদস্যের জন্য দোয়া করা হয়।