1578

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় যথাযোগ্য মযার্দায় উপজেলা প্রশাসন উদ্দ্যোগে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, র‌্যালী ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

ads

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, সাবেক মন্ত্রী ও সচিব এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নুল আবেদিন, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ আহবায়ক মোঃ বাহার উদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা।

ads

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা. সাহিদা আক্তার, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম (ভিপি কামাল), দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মো. গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মমতাজ উদ্দিন, যুবলীগ নেতা মো. লুৎফুর রহমান বাবুল, দেবিদ্বার উপজেলা সেচ্ছা সেবকলীগ আহবায়ক মো. শহিদুল্লাহ খাজা, যুগ্ন-আহবায়ক মো. আবদুল মান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ সভাপতি ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, পৌর যুবলীগ নেতা কাজী হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে।

এদিকে বক্তারা বলেন, ১৫ই আগষ্ট এর শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে আহবান করেন। বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করে বিভিন্ন দিক তুলে ধরেন।

ad

পাঠকের মতামত