বুড়িচংয়ে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্ব- স্ব এলাকার গরীব অসহায় দরিদ্রের মাঝে পবিত্র ঈদুল উল আযহা উপলক্ষে জন প্রতি ১৫ কেজি করে ভিজিএফএর চাউল বিতরণ করা হয়। বাকশীমুল ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরেধ গুজব,পরিস্কার পরিচ্ছন্নতা জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরিষদ প্রাঙ্গনে।
সকালে উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮০৫ জন অসহায় গরীব দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।
সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম এবং পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, প্রকল্প বাস্তবায়ন ইঞ্জিনিয়ার এম জাহাঙ্গীর আলম ।
আরো বক্তব্য রাখেন ইউপি সচিব মারজনা ইসলাম, ইউপি সদস্য রুমা মোঃ আমজাদ হোসেন, ফয়েজ আহমেদ, গোলাম ফারুক খান,সুলতান আহম্মেদ, রফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, রকিবুল আলম,আবুল কাশেম ,ইয়াছমিন আক্তার, রিংকু আক্তার, শিল্পী আক্তার।
অপর দিকে রাজাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭৬০ জন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা ও ইউপি সচিব খাবির উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ভিজিএফ এর চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি সহকারী অফিসার কাজী শফিকুর রহমান। চাল বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শংকুচাইল ডিগ্রি কলেজর উপাধক্ষ এম সাদেকুর রহমান, ইউপি সদস্য যথাক্রমে, হাফিজ খান, আঃ রশিদ, মহসিন কবির, ওমর ফারুক, ইকবাল হোসেন, আবু জাহের ফুলমিয়া, শাহীন উদ্দিন , রফিকুল ইসলাম, এনামুল হক, নওশের আলী, কাজী নাজনীন সুলতানা, আকলিমা বেগম, নাসিমা বেগম।
অপরদিকে বুড়িচং সদর ইউনিয়ন এর উদ্যোগে বিভিন্ন গ্রামের অসহায় গরীব ৯৭৫ টি পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন মোঃ জহিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব হাজী মোঃ জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে সহিদ মিয়া, নওশেদ আলী, হাবিবুন্নবী, জসিম উদ্দিন, শাহ জাহান, জামাল উদ্দিন, হালিমা খাতুন রুজি, ফাতেমা বেগম, শাহিনা আক্তার প্রমুখ।