1432

দীর্ঘ ৪০ বছর পর হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু অপারেশন থিয়েটার

প্রতিষ্ঠার দীর্ঘ ৪০ বছর পর এই প্রথম কুমিল্লার হোমনা সরকারি হাসপতালে আজ মঙ্গলবার সিজারিয়ানের মধ্যে দিয়ে চালু হলো অপারেশন থিয়েটার।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল হোমনা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের ব্যবস্থা চালু করা।কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার ধরুন চালু হয়নি সিজার ব্যবস্থা। তাই হোমনার গরীব অসহায় রোগীরা যেতে হত গৌরিপুরে, নতুবা ঢাকা অথবা কুমিল্লায়। তাতে করে পথেই মারা যেত অনেক অসহায় রোগীরা, নিরব কান্না ছারা কিছুই করার ছিলনা তাদের।

ads

হোমনায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডা.সরফরাজ যোগদানের পর থেকেই হোমনা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর উন্নয়ন ও সেবার দিকে হাত বাড়ান। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার ৪০ বছর পর কুমিল্লার হোমনা সরকারি হাসপতালে, উপজেলা স্বাষ্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খানের নেতৃত্বে আজ মঙ্গলবার সিজারিয়ানের মধ্যে দিয়ে চালু হলো অপারেশন থিয়েটার। এখন খেকে গর্ভবতী মহিলারা হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা সেবা গ্রহন করতে পারবে।

এ বিষয়ে ডা. সরফরাজ বলেন হোমনা স্বাস্থ্যে কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এখন খেকে গর্ভবতী মায়েদের গৌরিপুর, কুমিল্লায় বা ঢাকার কোন হসপিটালে যেতে হবে না। আমরা সার্বক্ষণিক সেবা দেয়ার চেষ্টা করব।

ads

এলাকাবাসী ও অপারেশন থিয়েটার ব্যবস্থা চালু হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad

পাঠকের মতামত