1437

ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: আবুল ফজল মীর

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, এসিড মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের জন সচেতনতা একান্ত প্রয়োজন। ঘরের ছাদ, ফুলের টপ এবং বাড়ির আঙ্গিনায় জমে থাকা পরিস্কার বৃষ্টির পানি থেকে এই এসিড মশা জন্ম নেয়। জমে থাকা পানি নিষ্কাশনের মাধ্যমে এসিড মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, বাথরুমের কমেডে জমে থাকা পানিতেও এসিড মশা জন্মায়। সে জায়গায় প্রশাসনের কাজ করার সুযোগ কম, তবে আপনার কাজ করার সুযোগ অনেক বেশি। আমরা মনেকরি আমাদের জনগণ মানুষিক ভাবে সচেতন হলে এসিড মশা জন্মাবেনা এবং ডেঙ্গুজ্বরের আক্রান্তের সংখ্যা কমে আসবে। গতকাল ৬ আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পরিদর্শন ও উদ্বোধন এবং ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতি দমন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ছেলে ধরা গুজব ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে গণসচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ ব্যাপী মশা নিধন সপ্তাহ চলছে। এরই অংশ হিসেবে ৭ আগষ্ট বুধবার ব্রাহ্মণপাড়া উপজেলাসহ কুমিল্লা জেলার সকল উপজেলায় একযুগে মশক নিধন পরিচ্ছন্নতা কর্যক্রম চলবে। শিক্ষার্থীদের উদ্দোশ্যে তিনি বলেন, তোমাদের কাছেই আমাদের আগামী দিনের বাংলাদেশ। উন্নত নাগরিক উন্নত মানুষ হিসেবে তোমাদেরকে এগিয়ে আসাতে হবে। কোথাও কোন বাল্যবিবাহ, ইভটিজিং সহ যে কোন অপরাধ দেখলে তোমরা স্থানীয় প্রশাসনকে সাথে সাথে অবগত করবে। প্রশাসনের ফোন নাম্বার না থাকলে ৩৩৩ অথবা ৯৯৯ য়ে ফোন দিয়ে স্থানীয় প্রশাসনকে জানাবে।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর প্রথমে, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণার এর শুভ উদ্বোধন করেন। এরপর তিনি একই ইউনিয়নের সাহেবাবাদ ব্লকে আমার বাড়ি আমার খামার প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠানে প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেন। এরপর সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার অভিযান র‌্যালীতে অংশ গ্রহন করেন। এরপর তিনি ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা জনসচেতনতা মূলক প্রচার অভিযান র‌্যালীতে অংশ গ্রহন করেন। পরে তিনি ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে যোগদান দেন। সভা শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চাড়া বিতরণ করেন। এছাড়াও তিনি ব্রাহ্মণপাড়া আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্ণামেন্টের জার্সি বিতরণ করেন। সব শেষে তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানি গ্রামে হতদরিদ্র মুক্তিযোদ্ধা পরিবাকে দেওয়া বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে টিআর ও কাবিটার অর্থে দুর্যোগ সহনীয় ঘর এর উদ্বোধন করেন।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন। দিনব্যাপী অনুষ্ঠান গুলোতে পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ফারুক আহাম্মেদ, সহকারী শিক্ষা অফিসার আবু নোমান সরকার, সাহেবাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহীন খান ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মাকসুদা আক্তার। উপস্থিত ছিলেন শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মেদ, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক অপু খান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, আহবায়ক জাহিদুল হাসান পলাশ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, আলমগীর হোসেন প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত