কুমিল্লা সিটিতে ১৯১ স্থানে পশু কোরবানি
কোরবানির পশু জবাই করার জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ১৯১টি স্থান নির্ধারণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ।
কুসিকের দেওয়া নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই কার্যক্রম নিশ্চিত করার লক্ষে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি এবং বর্জ্য অপসারণ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুসিকের মেয়র মনিরুল হক সাক্কু।
সোমবার (৫ আগস্ট) সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র বলেন, কুসিকের দেওয়া স্থানের বাইরে গিয়ে জনগণের চলাচলের সড়ক, মহাসড়ক ও রেলপথে কোরবানির হাট বসানো এবং পশু জবাই করা যাবে না।
তিনি আরও বলেন, বাড়ির আঙ্গিনায় পশু জবাই করলে নিজ দায়িত্বে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে হবে। এছাড়া পশুর রক্ত ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ করতে হবে। সমাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সচেতন হতে হবে এবং এ জন্য কুসিককে সহযোগিতা করতে হবে।
সভায় এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, প্রকৌশলী আবদুস সালম, প্রফেসর আমীর আলী চৌধুরীসহ কুসিকের কাউন্সিলরবৃন্দ।