কুমিল্লায় ইতালিয়ান ব্র্যান্ড ‘লোটোর’ জমকালো উদ্বোধন
বিশ্ববিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড লোটোর নতুন আউটলেট জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার ইস্টার্ণ ইয়াকুব প্লাজার তৃতীয় তলায় উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে ব্র্যান্ড শপটির উদ্বোধন করেনঅতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বসু, রোটারী জেলা ৩২৮২ এর সদ্য বিদায়ী গভর্ণর দিলনাশি মোহসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব নুরে আলম ভুইয়া, ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভুইয়া, মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট প্রকৌশলী গোলাম সরওয়ার, বিশিষ্ট নাট্যকার শাহজাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলার ডেপুটি কমান্ডার এসআরএম ফারুক, লোটোর ব্যবস্থাপক (ফ্রাঞ্চাইজি) এহসানুল রহসান, লোটোর কুমিল্লা এড়িয়ার মার্কেটিং এক্সিকিউটিভ মাহবুব খলিল, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংবাদিক ফাহফুজ নান্টু, অমিত মজুমদার, রবিউল হোসেন প্রমুখ।