1334

মার্কিন ইউটিউব তারকা প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত

প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউব তারকা গ্রান্ট থম্পসন (৩৮)। সংবাদমাধ্যমকে থম্পসনের মৃত্যু সংবাদ জানানো হয়েছে তারই পরিবারের পক্ষ থেকে।

গত সোমবার (২৯ জুলাই) উতাহ অঙ্গরাজ্যে প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন থম্পসন। মঙ্গলবার (৩০ জুলাই) থম্পসনের দেহে থাকা জিপিএস ডিভাইসের মাধ্যমে তার মরদেহের খোঁজ পাওয়া যায়।

ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত ছিলেন থম্পসন। ইউটিউবে ‘দ্য কিং অব র‌্যানডম’ নামে একটি চ্যানেল চালাতেন তিনি। এই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ। এই চ্যানেলের মাধ্যমে ভক্তদের কাছে বেশ সুপরিচিত হয়ে ওঠেন তিনি।

ওয়াশিংটন কাউন্টির প্রশাসনিক প্রধান এক বার্তায় জানিয়েছেন, থম্পসনের প্যারাগ্লাইডিংয়ে ব্যবহৃত সকল সরঞ্জাম এবং তার ভিডিও রেকর্ডিংয়ের ডিভাইস ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে থম্পসনের মৃত্যুর বিষয়টি জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

ads
ad

পাঠকের মতামত