জার্মান তারকা ফুটবলার ওজিলের ওপর সন্ত্রাসী হামলা
আর্সেনাল ও সাবেক জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল সশস্ত্র হামলার শিকার হয়েছেন। তার সঙ্গে ছিলো আর্সেনালের আরেক ফুটবলার সিড কোলাসিনাক। বৃহস্পতিবার লন্ডনের প্ল্যাটস লেনে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।