1222

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লায় প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লাবাসীদের সচেতন করতে কুমিল্লা কান্দিরপাড়ে সতেচনমূলক লিফলেট বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন প্রমুখ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা কান্দিরপাড় এলাকার আশেপাশের মানুষদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় সিভিল সার্জন এবং জেলা প্রশাসক নগরবাসীদের বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা সচেতন হলে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাবে। আর এডিস মশা নিয়ন্ত্রণে আসলে ডেঙ্গু আমাদের স্পর্শ করতে পারবে না।আসুন আমরা সবাই মিলে তিন দিনের বেশি কোনো স্থানে পানি জমতে না দেই। আমাদের চারপাশের জায়গাগুলো আমরা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।  লিফলেটে বলা হয়, বেইজমেন্টের পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটজা, ফুলের টব, ইত্যাদি স্থানে একনাগাড়ে ৩ দিনের বেশি পানি জমতে দিবেন না। বাড়ির ছাদ, দুই দালানের মাঝে স্যাঁতসেঁতে করে রাখবেন না। বাড়ির আশে পাশে ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখুন।

ads
ad

পাঠকের মতামত