৭০ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
বাংলাদেশ সুপ্রিম কোর্টে ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। তাদের মধ্যে ৩১ জনকে নতুনভাবে, ৩২ জনকে পুনর্নিয়োগ এবং ৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে ডিএজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ads
বাংলাদেশ ল অফিসার্স আদেশ ১৯৭২ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ভিন্ন একটি প্রজ্ঞাপনে ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ads