1165

৭০ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বাংলাদেশ সুপ্রিম কোর্টে ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। তাদের মধ্যে ৩১ জনকে নতুনভাবে, ৩২ জনকে পুনর্নিয়োগ এবং ৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে ডিএজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ads

বাংলাদেশ ল অফিসার্স আদেশ ১৯৭২ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ভিন্ন একটি প্রজ্ঞাপনে ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ads
ad

পাঠকের মতামত