কুমিল্লার টিভি সাংবাদিকদের নির্বাচন শনিবার: ভোটের লড়াইয়ে ৪ জন
ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন । শনিবার বিকালে অনুষ্ঠিত হবে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নির্বাচন। নির্বাচনে সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদ ছাড়া বাকী ১১ টি পদের সব কটিতে বিনা প্রতিদ্বন্ধ্বিতায় নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান ও মাই টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রনি প্রতিদ্বন্ধিতা করছে ও দপ্তর সম্পাদক পদে, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি তানভীর খন্দর দিপু ও দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা প্রতিদ্বন্ধিতা করছে।
২০ জুলাই বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ হবে কুমিল্লা প্রেসক্লাবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে রয়েছেন ব্লাস্ট কুমিল্লার সভাপতি সৈয়দ নুরুর রহমান এডভোকেট। নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে রয়েছেন এডভোকেট মাসুদুর রহমান শিকদার ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান। এই নির্বাচনে ভোটার হচ্ছে ২৫জন।