মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও পণ্য সংরক্ষণের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে এক তদারকি কার্যক্রম পরিচালিত হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮,০০০ টাকা, একই অভিযোগে হাজী মেডিকেল হলকে ১৫,০০০ টাকা, বিএসটিআইয়ের মানে অনুত্তীর্ণ ও মহামান্য হাইকোর্ট নিষিদ্ধ পণ্য সংরক্ষণের অভিযোগে মেসার্স মুন্নী কনফেকশনারীকে ৫,০০০ টাকা, ভাগিনা এন্টারপ্রাইজকে ৫,০০০ টাকা, রমজান ষ্টোরকে ৫,০০০ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অভিযোগে রুমা ফার্মেসীকে ৬,০০০ টাকাসহ আজ মোট ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭০ ধারায় বর্ণিত প্রশাসনিক এখতিয়ারে ৪৪,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআইয়ের মানে অনুত্তীর্ণ ও মহামান্য হাইকোর্ট নিষিদ্ধ ৮০ কেজি কনফিডেন্স লবণ, ১ কেজি ৮শ গ্রাম রাধুনী ধনিয়ার গুড়া, ১ কেজি ২শ গ্রাম রাধুনী জিরার গুড়া ও ৩৫ প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে স্পটে ধ্বংস করা হয়। জেলা মার্কেটিং অফিসের বাজার পরিদর্শক আলমগীর হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রানু বেগম ও বুড়িচং থানা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। ভোক্তা অধিদপ্তরের আলমগীর হোসেন জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।