আলেখারচর মেডিসিন প্লাজা থেকে প্রায় আড়াই লাখ টাকার নকল ঔষধ জব্দ
কুমিল্লার আলেখারচর মেডিসিন প্লাজায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় আড়াই লাখ টাকার নকল ঔষধ জব্দ এবং তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ads
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লার আলেখারচর মেডিসিন প্লাজায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানমের নেতৃত্বে, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশে আলেখারচর মেডিসিন প্লাজায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮(এ) এবং ২৭ ধারায় তিনটি দোকানে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রায় আড়াই লাখ টাকার ঔষধ জব্দ করা হয়েছে।জব্দকৃত ঔষধ সিভিল সার্জন অফিস, কুমিল্লায় জমা দেয়া হয়েছে।
ads