কুভিক নবাগত অধ্যক্ষের সাথে কুভিক সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময়
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দ কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার (৭জুলাই) ১২ টায় ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা অধ্যক্ষের কার্যালয়ে ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) সভাপতি মাহদী হাসান নেতৃত্বে নবাগত অধ্যক্ষকে শুভেচ্ছা উপহার দেওয়ার মধ্যদিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কলেজ সাংবাদিক নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে কুভিক অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। ভিক্টোরিয়া কলেজ আমাদের সবার। কলেজের ভাল ও উন্নয়নমূলক সংবাদ উপস্থাপন করে সবার সামনে ইতিবাচক ইমেজ তৈরী করতে হবে। এইক্ষেত্রে সাংবাদিকদের কোন বিকল্প নেই।”
তিনি আরো বলেন, “আমরা সব সময় সাংবাদিক সমিতির পাশে আছি, ভবিষ্যতেও থাকব। তোমরা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতাকে বেশি গুরুত্ব দিবে সাথে সাথে সংবাদের স্বচ্ছতা বজায় রাখবে। “
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি’র (কুভিকসাস) সহ সভাপতি আর কে নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আকাশ, আশিক ইরান, অফিস সম্পাদক আবু সুফিয়ান রাসেল, নির্বাহী সদস্য রুবেল মজুমদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।