926

কুমিল্লায় ৬ লাখ টাকা মুল্যের অবৈধ সেগুণ কাঠসহ ট্রাক আটক

কুমিল্লা সামাজিক বন বিভাগ অধীনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেষ্ট চেক পোষ্টের কর্মকর্তা ও কর্মচারীরা ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিমের নেতৃত্বে গত ৬ জুলাই রাত সাড়ে ৯ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেষ্ট চেকষ্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখী চট্ট-মেট্রো-ট ১১-৬৮২৬ ট্রাকটিকে বনবিভাগের লোকজন থামার সংকেত দিলে ট্রাক চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে থাকে। ওইসময় ওই ষ্টেশনের লোকজন অন্য একটি গাড়ি দিয়ে দ্রুত ওই গাড়িটিকে ধাওয়া করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাষাপাড়া নামক স্থানে ট্রাকটি রাস্তার পাশে রেখে ড্রাইভার ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। এসময় ট্রাকটি তল্লাসী করে ও ত্রিপাল উল্টে দেখা যায় ট্রাক ভর্তি সেগুণ কাঠ। পরে বনের স্টেশনের লোকজন তাদের নিজস্ব চালক দিয়ে ট্রাকটিকে সামাজিক বন বিভাগীয় কার্যালয়ে এনে সাংবাদিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে খালাস করে দেখা যায় ৩’শ ঘনফুটের উর্ধ্বে সেগুণ গোল কাঠ। সাথে কোন বৈধ কাগজ নেই এবং বন বিভাগের কোন হাতুড়ি চিহৃ না থাকায় প্রতিয়মান হয় যে, অবৈধভাবে সংগৃহীত সেগুণ কাঠ পাঁচারের উদ্দেশ্যে কোন না কোন স্থানে নিয়ে যাচ্ছে। বিকেল ৫ টা পর্যন্ত কেউ কাঠ ও ট্রাকের মালিকানা দাবী করতে আসেনািন। এব্যাপাওে সামাজিক বন বিভাগ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত