কুমিল্লায় ইয়ামাহা শো-রুম বাইকারস গ্যালারী’র শুভ উদ্বোধন
বর্ণাঢ্য আয়োজনে বেলূন উড়িয়ে, কেক ও ফিতা কেটে ৬ই জুলাই ২০১৯ কুমিল্লার আমতলী ক্যান্টনমেন্টে যাত্রা শুরু করলো ইয়ামাহার ৩স ডিলার পয়েন্ট “বাইকারস গ্যালারী”। কুমিল্লায় গ্রাহকরা ইয়ামাহা মোটরসাইকেলের বিক্রয় ও বিক্রয় পরবর্তী সার্ভিস নিতে পারবে এই শো-রুম থেকে। এর মাধ্যমে এসিআই মটরস্ ও ইয়ামাহা গ্রাহক সেবায় আরো আকধাপ এগিয়ে গেলো। এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ইয়ামাহার নতুন এই শো-রুমের উদ্বোধন করেন। এ সময় বাইকারস গ্যালারীর স্বত্তাধিকারী ও এসিআই মটরস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক। এসিআই মটরস্ স্বনামধন্য কোম্পানি এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান। বর্তমানে সারাদেশে এর ৪৯টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট এবং ২টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।