
কুমিল্লায় জাঁকজমকভাবে অলিম্পিক ডে-২০১৯ অনুষ্ঠিত
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তর্জাতিক অলিম্পিক ডে ২০১৯ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ববিবার সকাল ৯ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
অলিম্পিক ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. আতিক উদ্দিন আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চপল, বাদল খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খায়রুল আলম সোহাগ, কারাতে প্রশিক্ষক আবু ও দেলোয়ার হোসেন জাকিরসহ অন্যান্যরা।এছাগাও র্যালিতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ক্রিকেট ও ফুটবল খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।পরে র্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।